নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেবে পুলিশ-আইজিপি

নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেবে পুলিশ-আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

একই সঙ্গে আরও দুই হাজারকে পদোন্নতির মাধ্যমে এএসআই করা হবে বলেও তিনি জানান।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন আইজিপি।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আগামী নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হবে না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email