ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাবে ইনবক্স মেসেজ, পুলিশের নম্বর দিয়ে দিলেন পিয়া

ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাবে ইনবক্স মেসেজ, পুলিশের নম্বর দিয়ে দিলেন পিয়া

শোবিজ অঙ্গনের তারকাদের ভক্ত-অনুরাগীর সংখ্যা অসংখ্য। তবে এর সঙ্গে আসে নানারকম বিড়ম্বনাও। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রায়ই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

সম্প্রতি অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল তেমনই একটি ঘটনার অভিজ্ঞতা শেয়ার করেছেন ফেসবুকে।

ইনবক্সে এক ব্যক্তি তাকে প্রেম নিবেদন করেন এবং ব্যক্তিগত নম্বর চাইতে থাকেন। সেই মেসেজের স্ক্রিনশট নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন পিয়া।

স্ক্রিনশটে দেখা যায়, ওই ব্যক্তি একের পর এক মেসেজ পাঠিয়ে লিখেছেন—‘আমি কোনো বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন ধরে আপনার প্রতি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’

আরেকটি মেসেজে তিনি লেখেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’

শেষে তিনি পিয়ার ফোন নম্বর চেয়ে অনুরোধ করেন।

এর জবাবে কোনো কথা না লিখে পিয়া একটি নম্বর পাঠান। সেটি ছিল গুলশান থানার নম্বর।

বুধবার পিয়া তার ফেসবুক আইডি থেকে এই মেসেজগুলোর স্ক্রিনশট শেয়ার করেন। অভিনেত্রীর এমন চতুর জবাবে ভক্তরাও মজা পেয়েছেন। কেউ মন্তব্য করেছেন, ‘কী অবস্থা!’, কেউ লিখেছেন, ‘সোজা শ্বশুরবাড়ির ঠিকানা।’ আবার কেউ লিখেছেন, ‘সে বলল পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন।’

ঘটনাটি অনেকেই হাস্যরস হিসেবে উপভোগ করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email