
আনোয়ারা উপজেলা ছাত্রদল, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল ও শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে সম্রাজ্যবাদ, সন্ত্রাস, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাচ্ছের হোসেন জুয়েল সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির।আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি মো:তারেক ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিবের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল এর যুগ্ন আহ্বায়ক নূর শাহেদ রিপন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা রুবায়েত খাঁন সিফাত,শফিউল আলম চৌধুরি, আনিসুর রহমান আরাফাত,আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা হান্নান,রাশেদ,সাকিব,শাহেদ,রাশেদুল,হিরু,সোহেল,হ্দয়,মালেক,রিয়াজ,অনিক,শহিদ,জুয়েল,রিহাজ,রিদুয়ান,ফখরুদ্দিন,রোকন,রাফি,তানভীর সাইফুল,কাশেম,এমদাদ,সাকিব,সবুজ,আকাশ,সাকিব,জাকেরিয়া,মোবারক,দেলোয়ার,জীবন,সাজ্জাদ,সাইদুল,আলফাজ,খোরশেদ,আবু বক্কর,ফাহিম,অহিদুল,আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, মো: ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান সায়ীদ মাহিম, সাংগঠনিক সম্পাদক মো: তারেক হোসেন, যুগ্ম সম্পাদক সজীব উদ্দিন, প্রচার সম্পাদক মো: ইমন, কলেজ ছাত্রদল নেতা রিদয়,সাইদুল,বেলাল,রাকিব,কাশেম,আবির, জাবেদ, সাকিব, তৌহিদ, আবির, ফয়সাল, ফাহিম, আকিব,সাইফুল, আশফি,মোরশেদ,অমি, জামশেদ,নাঈম,সুমন, নাজিব।শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আশিকুর রহমান,যুগ্ন-সম্পাদাক শেজাম,আরফাত,উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।