সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে

সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে
আজ রবিবার ভোর থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বেলা ১০টা থেকে বৃষ্টি বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে কম-বেশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দিনের প্রথমার্ধের পুরো সময়জুড়ে থাকতে পারে মেঘলা আকাশ। ফলে তাপমাত্রাও আগের তুলনায় সামান্য পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে,  সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email