ব্যবসার উন্নতির জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে: চবি উপাচার্য 

ব্যবসার উন্নতির জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে: চবি উপাচার্য 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অন্তর্গত ব্যুরো অব বিজনেস রিসার্চ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী সেশন শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টায় চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু হোটেলে সম্পন্ন হয়েছে। “ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন” বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের ভেলেডিক্টরী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থ সচিব ও সাবেক মহাহিসাব নিরীক্ষক, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জনাব মুহাম্মদ মুসলিম চৌধুরী, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন উপস্থিত গবেষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, মহান আল্লাহ মেধা বিতরণে কোন বৈষম্য করেননি, অন্যান্য সম্পদ সীমিত হলেও জ্ঞানে আমাদের সমান হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া তিনি ব্যবসায়-বাণিজ্যে গত এক বছরে সরকারি প্রতিষ্ঠানসমূহকে ক্ষতির হাত থেকে রক্ষা করে লাভের দিকে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে এ ধরনের গবেষণা ও গবেষণালবদ্ধ ফলাফল দেশের উন্নয়নে ব্যবহার করার আহ্বান জানান।
উপদেষ্টা এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের দেশীয় পর্যটনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। দেশীয় পর্যটনে সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত নিরাপত্তা বাড়ালে বিদেশের পর্যটনের প্রতি মানুষের আকর্ষণ কমবে। এতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। দেশীয় অর্থ দেশে থাকবে। এসময় উপদেষ্টা দেশের ব্যবসায়-বাণিজ্যে সিন্ডিকেটের কথা উল্লেখ করে বলেন, সিন্ডিকেটের কারণে পণ্য সঠিকভাবে সরবরাহে বাধাগ্রস্ত হয়। এছাড়া মনোপলি ব্যবসায়ের নেতিবাচক দিকও তুলে ধরেন উপদেষ্টা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধসমূহের মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন ধরনের ওপর গুরুত্বরোপ করেন। একটি সুন্দর আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করার জন্য ব্যুরো অব বিজনেস রিসার্চ এবং ব্যবসায় প্রশাসন অনুষদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য। তিনি শিক্ষা জাতির মেরুদণ্ড উল্লেখ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি শিক্ষা কমিশন গঠন করে সত্যিকারের শিক্ষা সংস্কারের মাধ্যমে জাতির মেরুদণ্ড শক্ত করার আহ্বান জানান।
উপাচার্য ভবিষ্যৎ ব্যবসার উন্নতির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা রাখা দরকার বলে মনে করেন। তিনি বলেন, বর্তমান কৃত্রিম বুদ্ধমত্তার যুগে দক্ষ জনশক্তি দরকার। এক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে শিক্ষকদের শ্রেণিকক্ষে শক্ত ভূমিকা প্রয়োজন। এ সময় উপাচার্য এ ধরনের আয়োজন আরও করার উদ্যােগ নেওয়ার আহ্বান জানান।
গেস্ট অব অনার জনাব মুসলিম চৌধুরী বর্তমান ব্যবসায় প্রতিষ্ঠানে এআই এর ব্যাপক ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট ও সাসটেইন্যাবল ব্যবসায়ের জন্য প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারের উপর জোর দিতে হবে।
অনুষ্ঠানে আগত সকল গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীকে ধন্যবাদ জানান চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। ব্যবসায়ের সমৃদ্ধির জন্য এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স আরও দরকার বলে মনে করেন তিনি।
ব্যুরো অব বিজনেস রিসার্চকে সুন্দর আয়োজনের জন্য অভিনন্দন জানান চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, এ কনফারেন্স থেকে অনেকগুলো নতুন ধারণা উঠে আসবে। যেগুলো ভবিষ্যত ব্যবসায়ের ক্ষেত্রগুলোতে আত্মবিশ্বাস দিবে, সাহস জোগাবে। এছাড়া সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
আমি এতে যোগ দিতে পেরে আনন্দিত। আশা করি সামনের দিনগুলোতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য, কনফারেন্স অর্গানাইজিং কমিটির কনভেনর প্রফেসর ড. মুহাম্মদ আইয়ুব ইসলাম ও ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ব্যুরো অব বিজনেস রিসার্চ এর চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রহমান ও ডিরেক্টর প্রফেসর ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী।
অনুষ্ঠানে ব্যবসায়ের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৮টি প্রতিষ্ঠানকে করপোরেট এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো এফএমসিজি এ আবুল খায়ের গ্রুপ, স্টিল ম্যানুফ্যাকচারিং এ বিএসআরএম, টেলিকমিউনিকেশনে রবি এক্সিয়াটা, কনগ্লুমারেটে এমএম ইস্পাহানী, কনস্ট্রাকশন ও ডেভেলপমেন্টে রেনকন প্রপার্টিজ, ফাইন্যান্সিং এ ইউনাইটেড ফাইন্যান্স, সোস্যাল ওয়েলফেয়ারে এ কে খান ফাউন্ডেশন ও প্রিন্ট মিডিয়ায় দৈনিক পূর্বকোণ। এছাড়া ১০৫টি উপস্থাপিত পেপার থেকে একাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এইচআরএম এবং ব্যাংকিং ও ইন্সুরেন্স ট্র্যাকে ৬টি বেস্ট পেপার এওয়ার্ড প্রদান করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ এসোসিয়েশন এর স্পন্সরে চট্টগ্রাম নগরীর অভিজাত রেস্তোরাঁ রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত সমাপনী সেশন পরিচালনা করেন প্রফেসর ড. জাভেদ হোসেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, বিভিন্ন করপোরেট হাউজের ডিরেক্টর, উর্ধ্বতন কর্মকর্তা ও দেশি-বিদেশি গবেষকসহ প্রায় তিন শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে আর্থিক সহযোগিতার জন্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এমবিএ এসোসিয়েশন, সিইউসিবিএ, নগদ, ইউজিসি, ইউনাইটেড ফাইন্যান্সসহ কনফারেন্স আয়োজক কমিটি, সাব-কমিটিসহ সকল সেশন চেয়ার ও আলোচককে অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email