জাকসুর নবনির্বাচিত ভিপি, কে এই জিতু !

জাকসুর নবনির্বাচিত ভিপি, কে এই জিতু !

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন আবদুর রশিদ জিতু। তার রাজনৈতিক যাত্রা, আন্দোলন, সংগ্রাম এবং ক্যাম্পাসে জনপ্রিয়তা নিয়েই আজকের প্রতিবেদন।

নির্বাচনের ফলাফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। ম্যানুয়ালি ভোট গণনার কারণে ফলাফল ঘোষণা করতে দেরি হয়। অবশেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

এই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়লাভ করেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আবদুর রশিদ জিতু। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম।
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ‘) ORDER BY id’ at line 1

২৫টি পদের মধ্যে ২০টি জয় পেয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি চারটির মধ্যে দুটি গেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং দুটি স্বতন্ত্র প্রার্থীর দখলে।

কে এই আবদুর রশিদ জিতু?

আবদুর রশিদ জিতু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি একইসঙ্গে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসেবে পরিচিত।

আন্দোলন থেকে জনপ্রিয়তা

জুলাই আন্দোলনে শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন এবং সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।

গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন যৌক্তিক আন্দোলনে জড়িত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি হামলার শিকার হন। এরপর ধীরে ধীরে তিনি নিজস্বএকটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন।

আরিফ সোহেল আটক হওয়ার পর বৈষম্যবিরোধী আন্দোলনে “ফার্স্ট ম্যান” হিসেবে ৫ আগস্ট পর্যন্ত নেতৃত্ব দেন।

পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে সরে গিয়ে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করেন এবং সেখান থেকে তিনি ক্যাম্পাসের নানা কর্মসূচি পরিচালনা করেন।

নির্বাচনে উপস্থিতি ও ভোট

জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তবে নির্বাচনকে ঘিরে নানা বিতর্কও তৈরি হয়। ছাত্রদলসহ চারটি প্যানেল এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বয়কট করেন। তাদের অভিযোগ, নির্বাচন ছিল অনিয়মপূর্ণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি। এমনকি এক পর্যায়ে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চারজন শিক্ষক পদত্যাগ করেন।

কেন আলোচনায় জিতু?

যেখানে অধিকাংশ পদেই শিবির-সমর্থিত প্যানেল জয়ী হয়েছে, সেখানে শীর্ষ পদ ভিপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আবদুর রশিদ জিতু। ক্যাম্পাস রাজনীতিতে তার অবস্থান এখন শক্তিশালী হয়ে উঠেছে এবং অনেকেই তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় ছাত্রনেতা হিসেবে দেখছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email