এবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিনেত্রী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নীলা ইস্রাফিল। বুধবার বিকেলে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।
নীলা তার পোস্টে বলেন, রাত নামলেই এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলামের ধানমণ্ডির অফিসে বসে মদের আসর। আর তিনিই নাকি আগামীতে এমপি হতে চাইছেন।
দলের কেন্দ্রীয় পদে থাকা যে ব্যক্তি নিজ অফিসকে রাতের বেলায় বার বানিয়ে ফেলেন তার হাতেই কি জনগণের দায়িত্ব নিরাপদ? এটাই যদি হয় এনসিপির নেতৃত্বের মান, তাহলে দেশের ভবিষ্যৎ কোন খালে যাবে, তা নতুন করে বলে দিতে হয় না।
তিনি আরো বলেন, একদিকে হাসিনার বিচার চায় অন্যদিকে আওয়ামী লীগের কর্মীদের এমপি বানায়।
এবার সিদ্ধান্ত জনগণের কারা দেশ চালাবে, আর কারা রাতের অন্ধকারে মদের টেবিল চালায়, তা দেখার সময় এখনই।
নিজ অফিসকে রাতের বেলায় বার বানিয়ে ফেলেন তার হাতেই কি জনগণের দায়িত্ব নিরাপদ?
এবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিনেত্রী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নীলা ইস্রাফিল। বুধবার বিকেলে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।
নীলা তার পোস্টে বলেন, রাত নামলেই এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলামের ধানমণ্ডির অফিসে বসে মদের আসর। আর তিনিই নাকি আগামীতে এমপি হতে চাইছেন।
দলের কেন্দ্রীয় পদে থাকা যে ব্যক্তি নিজ অফিসকে রাতের বেলায় বার বানিয়ে ফেলেন তার হাতেই কি জনগণের দায়িত্ব নিরাপদ? এটাই যদি হয় এনসিপির নেতৃত্বের মান, তাহলে দেশের ভবিষ্যৎ কোন খালে যাবে, তা নতুন করে বলে দিতে হয় না।
তিনি আরো বলেন, একদিকে হাসিনার বিচার চায় অন্যদিকে আওয়ামী লীগের কর্মীদের এমপি বানায়।
এবার সিদ্ধান্ত জনগণের কারা দেশ চালাবে, আর কারা রাতের অন্ধকারে মদের টেবিল চালায়, তা দেখার সময় এখনই।
প্রেরণার উৎস হয়ে থাকবেন মওলানা ভাসানী : তারেক রহমান
পাঁচ স্তরে প্রার্থী বাছাই, অনন্য দৃষ্টান্ত তারেক রহমানের
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন
বিএনপির লক্ষ্য সহজ: এমন একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ গড়া
দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে চান মনোনয়নপ্রত্যাশীরা
জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা, আদেশে কী আছে?
সালমান শাহর মৃত্যু নিয়ে যা বললেন শাবনূর
বিএনপিতে সবুজ সংকেত ও ফেইজ বুকে আলহামদুলিল্লাহ লেখার প্রতিযোগিতা মাঠ গরম