সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জার কাজের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, এসব কার্যক্রমে প্রায় ২৪ কোটি টাকার সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কমিশন কোনো ব্যক্তির পরিচয় দেখে নয়, অভিযোগের ভিত্তি ও বিশ্বাসযোগ্যতা বিবেচনা করেই অনুসন্ধান শুরু করে।

অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়িতে ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর আবদুল হামিদ ও তার পরিবার উঠেন। এরপর বাড়ির পাশের সড়কের বাধা নির্মাণ, নান্দনিক ডেক স্থাপন, ঝুলন্ত ব্রিজ, খালের পাড়ে আধুনিক ল্যাম্পপোস্টসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হয় যা ব্যক্তিগত বাসভবনের সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসব কাজের মাধ্যমে সরকারি অর্থের বড় অঙ্ক খরচ হওয়ায় রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। বর্তমানে অভিযোগটি দুদকের প্রাথমিক অনুসন্ধানের আওতায় রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email