নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান

বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা আঞ্চলিক সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মীয়মাণ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রোববার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ব্যারিস্টার ফুয়াদ অনুষ্ঠানস্থলে পৌঁছে বক্তব্য দিতে গিয়ে দাবি করেন যে স্থানীয়দের চাঁদা দাবির কারণে সেতুর কাজ স্থগিত ছিল। তার এমন মন্তব্যের পরপরই উপস্থিত জনতার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে ব্যারিস্টার ফুয়াদ দ্রুত গাড়িতে উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সেতুর নির্মাণকাজ বিলম্বিত হলেও এ বিষয়ে কাউকে দোষারোপ না করে স্বচ্ছ তদন্ত করা প্রয়োজন। তাদের মতে, চাঁদা দাবি অভিযোগ দিয়ে প্রকৃত সমস্যাকে আড়াল করা হচ্ছে। এই কারণে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের সঙ্গে তারা একমত না হয়ে প্রতিবাদে ফেটে পড়েছেন।

বরিশাল অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ হলে বাবুগঞ্জ, মুলাদী ও হিজলার সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে কাজের ধীরগতিতে সাধারণ মানুষের ভোগান্তি প্রতিনিয়ত বাড়ছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email