ডিবি হেফাজতে সাংবাদিক শওকত মাহমুদ

ডিবি হেফাজতে সাংবাদিক শওকত মাহমুদ

জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ শওকত মাহমুদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করেছে ডিবি পুলিশ।

গত ২৫ এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান হন ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। আর মহাসচিব করা হয় শওকত মাহমুদকে।

উল্লেখ্য, ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email