ক্ষমতায় এলে এলসি সুবিধা দেবে বিএনপি-আমীর খসরু

ক্ষমতায় এলে এলসি সুবিধা দেবে বিএনপি-আমীর খসরু

বিএনপি সরকার গঠন করলে আমদানি খাতে এলসি সংক্রান্ত বাধা তুলে দিয়ে সহজ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে অপ্রয়োজনীয় নীতিমালা বাতিলের কথাও তিনি উল্লেখ করেন।

রোববার রাজধানীর এক হোটেলে ‘সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

খসরু বলেন, দেশের বাজারে স্মার্টফোনের ন্যায্য দাম এখনও নিশ্চিত করা যায়নি। অথচ একসময় ‘ডিজিটাল বাংলাদেশ’ শ্লোগান নিয়ে প্রচার-প্রচারণা চললেও বাস্তবে তা তেমন প্রতিফলিত হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তবাজার অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে কাজ করবে। ব্যবসায়ীরা যে কোনো নীতিমালার আওতায় এলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email