ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার ১০ কৌশল

ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার ১০ কৌশল

গুগলের অধীন বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এটি বিনোদনের অন্যতম মাধ্যম। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলে আয় করেন অনেকে। কিন্তু তবে জনপ্রিয়তা না পাওয়ায় অনেক সময় দেখা যায় চ্যানেলে শত শত ভিডিও আপলোড করেও ভিউ নেই। ফলে যারা কনটেন্ট ক্রিয়েটর তারা হতাশ হয়ে যান।

তবে বেশ কিছু বিষয় মেনে চললে ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করা যায়। ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার আট কৌশল জেনে নেওয়া যাক—

সঠিক বিষয় নির্বাচন

নিজের পছন্দের বিষয় নিয়ে কনটেন্ট বানানো যায় ইউটিউবে ৷ তবে তার আগে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট বিষয়ে যেন যথেষ্ট অভিজ্ঞতা থাকে। উদাহরণস্বরূপ, আপনি যদি শিক্ষক হন তবে শিক্ষার্থীদের উপযোগী টিউটরিয়াল তৈরি করুন। ফলে সহজেই তা শিক্ষার্থী ও অভিভাবকের কাছে পৌঁছে যাবে ৷ এভাবে প্রযুক্তি, রান্না, গেমিং ও ভ্রমণ বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন।

আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করা

ভিডিওর থাম্বনেইল দর্শকের কাছে প্রথম আকর্ষণ তৈরি করে। তাই স্পষ্ট ও রঙিন ছবি ব্যবহার করে সঙ্গে গাঢ় অক্ষরে লেখা টেক্সট যুক্ত করতে হবে। এতে ভিডিওর প্রতি দর্শকের কৌতূহল বাড়বে।

প্রথম ১০ সেকেন্ড দর্শক ধরে রাখা

ভিডিও শুরুর প্রথম কয়েক সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুতেই আকর্ষণীয় বা চমকপ্রদ কোনো বিষয় তুলে ধরতে পারলে দর্শক তা দেখতে আগ্রহী হবেন। একটি ভিডিওর দৈর্ঘ্যের ওপর তা নির্ভর করে। এ ছাড়া দর্শক ভিডিও দেখে চলে যাওয়ার আগে যেন চ্যানেলটির গ্রাহক (সাবস্ক্রাইবার) হন, সে জন্য ভিডিওর শুরুতে, মাঝখানে ও শেষে গ্রাহক হওয়ার আহ্বান জানাতে হবে।

দর্শকের মতামত চাওয়া

ভিডিওর মধ্যে প্রশ্ন রেখে বা মতামত জানতে চেয়ে দর্শককে কমেন্ট সেকশনে যুক্ত হতে উৎসাহিত করতে হবে। এতে ভিডিওর কনটেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়বে।

কমেন্টে উত্তর দেওয়া

কমেন্ট সেকশনে দর্শকের মন্তব্য ও প্রশ্নের উত্তর দেওয়া চ্যানেলের প্রতি আস্থা তৈরি করে। এতে নির্মাতা ও দর্শকের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এর ফলে অনিয়মিত দর্শকরাও চ্যানেলের নিয়মিত গ্রাহক হয়ে থাকেন।

পোল বা কার্ডের মতো ইন্টারঅ্যাকটিভ কৌশল ব্যবহার

ভিডিওর বিষয়ে পোল ও কার্ড যুক্ত করলে দর্শক সরাসরি অংশ নিতে পারেন। এ ধরনের উদ্যোগ চ্যানেলের এনগেজমেন্ট বাড়াতে বেশ কার্যকর ভূমিকা রাখে।

নিয়মিত কনটেন্ট প্রকাশ

ইউটিউব চ্যানেলের গ্রাহকসংখ্যা বাড়াতে অবশ্যই নিয়মিতভাবে ভিডিও প্রকাশ করতে হবে। নির্দিষ্ট সময়সূচি মেনে ভিডিও প্রকাশ করলে দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়। ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশের ফলে নিয়মিত দর্শক বৃদ্ধির পাশাপাশি চ্যানেলের গ্রাহকসংখ্যাও বৃদ্ধি পায়।

ভিডিও প্লেলিস্টে সাজানো

ভিডিওগুলো প্লেলিস্টে সাজিয়ে রাখলে দর্শক একটির পর একটি ভিডিও দেখতে আগ্রহী হন। এর ফলে ভিডিও দেখার সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং ইউটিউবও সার্চ ফলাফলে আপনার চ্যানেলকে দ্রুত সামনে নিয়ে যাবে।

ভিডিওর শেষে ‘কল টু অ্যাকশন’ রাখা

প্রতিটি ভিডিওর শেষে দর্শককে লাইক, সাবস্ক্রিপশন ও শেয়ার করার আহ্বান জানাতে হবে। এতে দ্রুত দর্শকসংখ্যা ও এনগেজমেন্ট বাড়বে। এ ছাড়া চ্যানেলকে এগিয়ে রাখতে ভিডিওর শিরোনাম ও বর্ণনায় দর্শকদের বেশি খোঁজ করা শব্দ বা কি ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে।

ইউটিউব শর্টস

বর্তমানে ইউটিউবে শর্ট ভিডিয়ো প্রচুর দেখা হচ্ছে। সুতরাং, আকর্ষণীয় শর্টস তৈরি করার চেষ্টা করুন ৷ এতে চ্যানেলের জনপ্রিয়তা আরও বাড়েব ৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email