
নিত্যপণ্যের দামে লাগাম টানতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্বল্প আয়ে জীবনযাপনকারী মানুষের ক্রয়ক্ষমতার কথা ভেবে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসায়ীদের শুধু মুনাফা নয়, সামাজিক দায়বদ্ধতাও বিবেচনায় নিতে হবে।
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর আতুরার ডিপো নুর টাওয়ার সংলগ্ন ছিদ্দিক আহমেদ কেরানী সড়কে (পিয়াজি রোড়) নূরউদ্দিন কোম্পানি কাঁচা বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র বলেন, চট্টগ্রামে অসংখ্য পরিবার সীমিত আয়ের মধ্যে সংসার চালায়। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি তাদের জীবনে চরম কষ্ট ডেকে আনে। ব্যবসায়ীরা যদি একটু সহমর্মী হন, তাহলে এ চাপ অনেকটাই লাঘব হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনগণের পাশে দাঁড়াতে কিচেন মার্কেটের মতো উদ্যোগ হাতে নিয়েছে। যাতে ক্রেতারা সুলভ মূল্যে পণ্য কিনতে পারেন।
ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, ব্যবসার মুনাফা থাকবে, তবে সেটা যেন অসহায় মানুষের আহাজারির কারণ না হয়। সৎভাবে ব্যবসা করলে আল্লাহও সন্তুষ্ট থাকবেন, আর মানুষের দোয়াও পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সাবেক সহ শ্রম সম্পাদক আবু মুছা, সদস্য আবদুর রহিম, মরহুম নুর উদ্দিন বিড়ি কোম্পানির সহধর্মিণী মোস্তফা খাতুন, সন্তান মোরশেদুল আলম, ফরিদুল আলম, খোরশেদুল আলম, এরশাদুল আলম, জাহেদুল আলম, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এফ এ সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন খোকন, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের মোহাম্মদ সেলিম, ছিদ্দিক আহমেদ কেরানী সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি মিজান সওদাগর, সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ তসলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আকবর হোসেন মানিক, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আলম শফি, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান, ফখরুল ইসলাম শাহীন সহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বিপুল সংখ্যক নগরবাসী উপস্থিত ছিলেন।