জবি ছাত্রদলের উদ্যোগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

জবি ছাত্রদলের উদ্যোগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিন ইতোমধ্যে দুই শতাধিক শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন। কর্মসূচির দ্বিতীয় দিনে স্কিন বিভাগ এবং তৃতীয় দিনে মেডিসিন বিভাগে সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীন বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতির ধারা বদলেছে। ছাত্রদের কল্যাণই ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। জবি ছাত্রদল যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে, তা শিক্ষার্থীদের উপকারে আসবে।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা ভাবছিলাম যে সাড়া তেমন পাবো না, কিন্তু আশাতীত সাড়া পেয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার্থীরা প্রতিদিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও ক্যাম্পাসে জরুরি স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের এই প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। প্রথম দিন গাইনি স্বাস্থ্যসেবা দিয়ে শুরু করেছি। আগামী দুই দিন ধারাবাহিকভাবে চর্মরোগ (স্কিন) ও মেডিসিন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email