
নিজামপুরে যুবদল নেতা আরিফ ও অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ১৫ নং ইউনিয়ন যুবদল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এসময় আহত যুবদল নেতা আরিফসহ অন্যান্য নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলামা দলের যুগ্ম সম্পাদক খায়ের উদ্দীন মাশুক।
১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন বাবুর সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন। প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন।
প্রসঙ্গত, গত রোববার সকালে নিজামপুর কলেজে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে ছাত্রদলের দুগ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এরপর সন্ধ্যায় যুবদল নেতা আরিফের উপর (বাজি) ল্যাঞ্চার দিয়ে হামলা করলে সে গুরতর আহত হয়। জানা গেছে হামলার ঘটনায় জড়িতরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের রাজনীতি করতেন বলে জানা গেছে।