
(চট্টগ্রামের স্থানীয় পত্রিকা সমূহে প্রকাশিত সংবাদ, উপসম্পাদকীয় ও মন্তব্য প্রতিবেদন এবং সম্পাদকীয়র সংক্ষিপ্ত সার) চট্টগ্রাম, বৃহস্পতিবার ১০ আশ্বিন ১৪৩২বঙ্গাব্দ, ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ০২ রবিউস সানি আউল, ১৪৪৭ হিজরি।
আজকে চট্টগ্রামের দৈনিক পত্রিকা গুলো নিম্ম লিখিত বিষয় গুলিকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচার করেছে-
১. ইউনূসের নেতৃত্বের প্রশংসায় বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট
২. সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিক : তথ্য উপদেষ্টা
৩. জনগণ যদি নির্বাচনের মাঠে নেমে যায়, তাহলে কেউ আটকাতে পারবে না
৪. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশ অপরিহার্য
৫. কক্সবাজারের সাথে চট্টগ্রামের দূরত্ব কমবে ৩৫ কিলোমিটার
১. ইউনূসের নেতৃত্বের প্রশংসায় বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়েছে। এতে বলা হয়, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার যাত্রায় মুহাম্মদ ইউনূসের অগ্রণী ভূমিকা তুলে ধরে তার ১৪ মাসের নেতৃত্বের প্রশংসা করেছেন।বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক পরিবর্তন, রাজস্ব ও ব্যাংক খাত সংস্কার, চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও পুনরুজ্জীবন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং এশিয়াজুড়ে তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হয়। তারা পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার পুনরুদ্ধারের বিষয়টিও আলোচনায় তোলেন। সূত্র : দৈনিক আজাদী (শেষপৃ.১মক.), দৈনিকপূর্বকোণ (১মপৃ.২য়ক), দৈনিকপুর্বদেশ (১মপৃ.১মক), দৈনিকসুপ্রভাত (১মপৃ.২য়ক।
২. সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিক : তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই অধ্যাদেশ প্রণয়ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বুধবার ঢাকার তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ (খসড়া)’ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রস্তাবিত এই অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া প্রয়োজন। তিনি আগামী দশ দিনের মধ্যে এই বিষয়ে লিখিত মতামত ও প্রস্তাব প্রদানের জন্য সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানান।সূত্র: দৈনিকআজাদী (১মপৃ.১মক.), দৈনিকপূর্বকোণ (১মপৃ.২য়ক), দৈনিকপুর্বদেশ (১মপৃ.১মক), দৈনিকসুপ্রভাত (১মপৃ.২য়ক)।
৩. জনগণ যদি নির্বাচনের মাঠে নেমে যায়, তাহলে কেউ আটকাতে পারবে না
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে সহজে জামিন না পান, সে ব্যাপারে লক্ষ রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা যখন মতবিনিময় সভা করছিলেন, এর কয়েক ঘণ্টা আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে নগরীর দামপাড়া এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। মতবিনিময় সভা শেষে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনা হলে তিনি বলেন, শুধু চট্টগ্রাম না, ঢাকায়ও মিছিল হয়েছে। তাদের অনেককে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আইনের আওতায় আনার পরেও অনেকে কিন্তু জামিন পেয়ে যায়। তারা যেন আর সহজে জামিন না পায়, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, প্রচুর মিছিল হবে। কিন্তু এই মিছিল তখন হবে না। তখন সবাই মিছিলের জন্য বেরিয়ে যাবে, অনেক মিছিল হবে কিন্তু এখন যারা ছোটখাটো মিছিল করে এগুলো হবে না। সূত্র: দৈনিকআজাদী (১মপৃ.৬ষ্ঠক.), দৈনিকপূর্বকোণ (১মপৃ.১মকদৈনিকসুপ্রভাত (শেষপৃ.২য়ক)।
৪. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশ অপরিহার্য
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশ অপরিহার্য বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য ১০টি বিষয় নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। গতকাল বিকেলে টাইগারপাস চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচনী তথ্য–অনুসন্ধানী প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ওই প্রতিনিধি দলকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে ১০টি বিষয় নিশ্চিত করতে হবে তা তুলে ধরে মেয়র বলেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন তথা নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। সব দলের জন্য সমান সুযোগ তথা শাসক দল রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করবে না এবং বিরোধী দলগুলোকে ভয়ভীতি ছাড়া প্রচার চালাতে দিতে হবে। সঠিক ও অন্তর্ভুক্তিমূলক ভোটার তালিকা তথা হালনাগাদ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে যাতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী বাদ না পড়ে। আইন–শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা তথা পুলিশ, র্যা ব, বিজিবি, প্রশাসনসহ সব বাহিনীকে অরাজনৈতিক থাকতে হবে। তাদের ভূমিকা হবে নিরাপত্তা দেওয়া, ভয় সৃষ্টি নয়। মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা তথা সাংবাদিকরা যেন নির্ভয়ে নির্বাচন কাভার করতে পারেন। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।। সূত্র : দৈনিকআজাদী (১মপৃ.৬ষ্ঠক.), দৈনিকপূর্বকোণ (শেষপৃ.২য়ক), দৈনিকপুর্বদেশ (শেষপৃ. ২য়ক), দৈনিকসুপ্রভাত (১মপৃ. ৬ষ্ঠক)।
৫.কক্সবাজারের সাথে চট্টগ্রামের দূরত্ব কমবে ৩৫ কিলোমিটার
আনোয়ারা কালাবিবির দিঘি থেকে বাঁশখালী–চকরিয়া ঈদমনি পর্যন্ত ৫৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আনোয়ারার কালাবিবির দিঘি থেকে চকরিয়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি সংস্কার হলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে যাত্রী সুবিধা ও মহাসড়কের ৩৫ কিলোমিটার দূরত্ব কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।চট্টগ্রাম সওজ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, ৫৮ কিলোমিটারের আঞ্চলিক এই সড়কটি প্রশস্তকরণে প্রায় দেড় বছর আগে ডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। ডিপিপিতে প্রকল্প প্রস্তাব করা হয়েছে ১২শ’ ৮৯ কোটি টাকা। জানা গেছে, কর্ণফুলী টানেলকে বহুমুখী ব্যবহার উপযোগী করা এবং বিদ্যমান চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে আনোয়ারা থেকে বাঁশখালী–পেকুয়া–বদরখালী হয়ে চকরিয়া ঈদমনি পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণে এবার উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২৮৯ কোটি টাকা ব্যয়ে পটিয়া–আনোয়ারা বাঁশখালী টইটং সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে এক বছর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়।সূত্র: দৈনিক আজাদী (৩য়পৃ.২ক) , দৈনিক পূর্বকোণ(৩য়পৃ.২ক), দৈনিক পুর্বদেশ (১মপৃ.১মক), দৈনিক সুপ্রভাত (১মপৃ.২য়ক)
উপসম্পাদকীয়
১. বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ শিরোনামে ড. সবুজ বড়ুয়া শুভ লিখিত উপসম্পাদকীয় প্রকাশ করেছে দৈনিক আজাদী।
২. প্রকৃতির নীরব ক্রন্দন যেন জাতির আর্তনাদ না হয় শিরোনামে আবসার মাহফুজ লিখিত উপসম্পাদকীয় প্রকাশ করেছে দৈনিক পূর্বকোণ।
৩. পীরখাইন , জন্মকথা এবং মওলানা আশরাফ হাকিম এনামুল হক ও আলতাফ গান্ধী ত্রয়ী শিরোনামে নাসিরুদ্দিন চৌধুরী লিখিত উপসম্পাদকীয় প্রকাশ করেছে দৈনিক পূর্বদেশ
সম্পাদকীয়
১. দৈনিক আজাদী: আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল খালেক ইঞ্জিনিয়ারের প্রতি শ্রদ্ধাঞ্জলি
২. দৈনিক পূর্বকোণ: সৌন্দয রক্ষায় জোরালো উদ্যোগ চাই নগরীতে ব্যানার – পোষ্টারে আগ্রাসন ।
৩. দৈনিক পূর্বদেশ: বহিবিশ্বে বাংলাদেশিদের রাজনীতি দেশের মান-মযাদা নিয়ে ভাবতে হবে।
৪. দৈনিক সুপ্রভাত: বালু উত্তোলনের কারণে ক্ষতির মুখে কর্ণফুলী।