চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এক্সক্লুসিভ বিজনেস ইনোভেশন কনক্লেভ ২০২৫

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এক্সক্লুসিভ বিজনেস ইনোভেশন কনক্লেভ ২০২৫

চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হলো এক্সক্লুসিভ বিজনেস ইনোভেশন কনক্লেভ ২০২৫। ক্লাউড এবং কোলোকেশন সার্ভিসে বিশেষজ্ঞ ‘ঢাকাকোলো’ ও সারাদেশে কর্পোরেট ইন্টারনেট সেবা প্রদানকারী ‘রেস অনলাইন লিমিটেড’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

যৌথভাবে আয়োজিত এই সম্মেলনে দেশের বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ‘ঢাকাকোলো’ ও ‘রেস অনলাইন লিমিটেড’.-এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আকরামুল হক, (SPP, psc অব.) (CEO), মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা (COO), রায়হান হোসেন (CBO) এবং মোঃ মাহবুবুল আলম রিয়াদ (জেনারেল ম্যানেজার, টেকনোলজি)।

এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এলা আহমেদ এবং ম্যানেজিং ডিরেক্টর এমডি কামাল হোসেন ভিডিওবার্তার মাধ্যমে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের শতাধিক ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যা এই আয়োজনের সাফল্যকে আরও উজ্জ্বল করে তোলে।

বিশেষভাবে, দীর্ঘদিনের সহযোগিতা ও আস্থার স্বীকৃতি হিসেবে সম্মানিত ক্লায়েন্টদের মধ্যে “Partnership Award” প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, KSRM (কবির স্টিল রি-রোলিং মিলস), সিকম গ্রুপ, CCCC (কর্ণফুলী টানেল O & M প্রজেক্ট), ফোর্টিস গ্রুপ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং SCITP (সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস)।

‘ঢাকাকোলো’ ও ‘রেস অনলাইন লিমিটেড’.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আকরামুল হক বলেন, ‘চট্টগ্রামভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে কাজ করা আমাদের জন্য সম্মানের ব্যাপার। আমরা প্রযুক্তির মাধ্যমে নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সহযোগিতা সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তি আমাদের সেবার পাশাপাশি একটি সেতুবন্ধন, যা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। আমাদের লক্ষ্য অংশীদারিত্বকে আরও দৃঢ় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং একসাথে ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলা।’

এই কনক্লেভ দেশের ব্যবসা ও প্রযুক্তি খাতে নতুন উদ্ভাবন ও সহযোগিতার দিকনির্দেশনা প্রদান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email