
রেলওয়ে সূত্রে জানা যায়, ২০০৫ সালে কুমিরা স্টেশন এলাকায় রেল লাইনের পশ্চিম পাশে দুটি প্লটে ১ দশমিক ৩৩ একর জমি কর্ণফুলী স্টিল মিলসের নামে কৃষি লাইসেন্স ইস্যু করা হয়। তবে শর্ত অনুযায়ী ওই জমি শুধুমাত্র কৃষিকাজের জন্য ব্যবহারের কথা থাকলেও সেখানে লেবার শেড, সীমানা প্রাচীর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। এমনকি জমি ভরাট করে দখল নেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয়রা জানান, প্রভাবশালী একটি বাহিনীকে ব্যবহার করে টিকে গ্রুপ জোরপূর্বক জমি দখল করে। অভিযোগ করলেও তারা কোনো প্রতিকার পাননি।
এ বিষয়ে জানতে চাইলে টিকে গ্রুপের সিনিয়র কর্মকর্তা মো. তারেক আহমেদ মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আরেক কর্মকর্তা মো. আব্দুল কাদের ফোনে কথা বলতে অস্বীকার করেন।
রেলওয়ে সূত্র বলছে, গত বছরের নভেম্বর মাসে জমি উদ্ধারে অভিযান চালালে কর্ণফুলী স্টিল মিলসের সহযোগীরা হামলা চালায়। তবে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল করিম জানিয়েছেন, “রেলের জমি অবৈধভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। কেউ শর্ত ভঙ্গ করলে তাদের লাইসেন্স বাতিল করে উচ্ছেদ করা হবে।”