
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এ উৎসব আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ব না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলন। আমরা চাই সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করুক। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি।
তিনি মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের ওয়াজেদিয়া হরিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিপুর যুব সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে তিনি চালিতাতলী বাজার শীল সংঘ আয়োজিত পূজামণ্ডপ ও নয়াহাট নিধিরাম ধোপির বাড়ীর গীতা সংঘ পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বিএনপি ও পূজা কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, হাজী মোহাম্মদ আলম, আশরাফ মিয়া সওদাগর, সহ সাধারণ সম্পাদক আনিসুদ্দৌলাহ সোহেল, জানে আলম সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি হাজী মোহাম্মদ তৈয়ব, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা বেলাল উদ্দিন মুন্না, শামসুল আলম মেম্বার, বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরু, গীতা সংঘ পূজা কমিটির সভাপতি গোপাল দাস, সাধারণ সম্পাদক দুলাল দাস, শীল সংঘ পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার শীল, সাধারণ সম্পাদক দীপক কুমার শীল, হরিপুর যুব সংঘ পূজা কমিটির সভাপতি শ্রীধাম দাস, সাধারণ সম্পাদক রাজু দাস, বায়েজিদ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক উসমান গনি, পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ইউনুস গনি, তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসমাইল মির্জা, অঙ্গ সংগঠনের মনছুর আলম, মো. হোসেন, আবদুল আজিজ, মানিক হোসেন, জাহেদুল হক, খোরশেদ আলম, জামাল উদ্দিন, শহিদুল ইসলাম রাসেল, মেহেদী হাসান রাজু, রাশেদুল ইসলাম, নেজাম উদ্দিন, মহিন উদ্দিন, আবদুল করিম, হোসেন ভান্ডারী, আনসার আলী, আমীর আলী, আবুল কাশেম, মো. মামুন, মেজবাহ উদ্দিন প্রমুখ।