টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশসহ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে যাদের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশসহ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে যাদের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে আরও দুই দেশ। নামিবিয়ার পর আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে কোয়ালিফাই করেছে জিম্বাবুয়ে (ICC Men’s T20 World Cup 2026)।

টেস্ট খেলুড়ে দেশ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে খেলতে পারেনি জিম্বাবুয়ে।

মূলত বাছাইপর্বের বাধা পেরোতে না পারায় সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি দলটি।

তবে এবার আর ব্যর্থ হয়নি তারা। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে সিকান্দার রাজার দল।

১৭তম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবুয়ে। বাকি রইল আরও তিনটি দেশ। এই তিনটি স্পটে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে কোয়ালিফায়ার খেলে আসবে।

সেই পর্ব শুরু হবে ৮ অক্টোবর থেকে ওমানে। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে লড়াই হবে তিনটি জায়গার জন্য।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email