
প্রায় শতবর্ষী ব্যবসায়িক সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর পরিচালক পদে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। ঋণ খেলাপি ও পুলিশি প্রতিবেদন ঠিক না থাকায় তালিকা থেকে বাদ পড়েছেন ৮ জন। আর চূড়ান্তভাবে প্রার্থীতা পেয়েছেন ৬৩ জন। তবে পরিচালক পদের জন্য লড়তে হবে ৫৭ জনকে। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন টাউন এসোসিয়েশন ও ট্রেড গ্রুপে তিনজন।
রবিবার (৫ অক্টোবর) বেলা ১২টায় প্রকাশিত প্রার্থী বৈধ তালিকা থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় সাধারণ শ্রেণি থেকে ৪১ জন, সহযোগী শ্রেণি থেকে ১৬ জন, এবং ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে যথাক্রমে ৩টি করে প্রার্থী, মোট ৬৩ প্রার্থী অন্তর্ভুক্ত হয়েছেন।
এর আগে মনোনয়ন প্রক্রিয়ায় মোট ৭১টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩৫টি মনোনয়ন বাতিল হয়েছিল। নির্বাচনী নিয়ম অনুযায়ী, যাদের মনোনয়ন বাতিল হয়েছিল তারা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আপিল করার সুযোগ পান। এরপর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি শেষে আজ (রবিবার) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
চিটাগং চেম্বারের সহকারী সচিব মো. তারেক বলেন, ‘মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে আমরা সকল শ্রেণি থেকে বৈধ প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনের জন্য এখন প্রস্তুতি শুরু হবে। পাশাপাশি কেউ যদি প্রার্থীতা প্রত্যাহার করতে চান তারা তা ৮ অক্টোবর দুপুর ১টার মধ্যে আবেদন করবেন। চূড়ান্ত তালিকা একই দিনে দুপুর ৩টায় প্রকাশিত হবে।’
প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হয়েছে রাইজিং কম্পিউটার স্কেলের মো. আমজাদ হোসেন চৌধুরীসহ নেমসান কন্টেইনার লিমিটেডের শাহ নেওয়াজ মো. আলী চৌধুরী, নিয়ালকো অ্যালয়স লিমিটেডের গাজী মোকাররম আলী চৌধুরী, অ্যাকর্ড হোল্ডিংসের শাহজাহান মো. মহিউদ্দিন, মিল্টন ডেকোরেটরসের সিয়াজদুল আলম চৌধুরী, গ্রিন ওয়ার্ল্ড ইমপেক্সের মাহবুব রানা, ইম্পালস ট্রেডিংয়ের মো. সেলিম উল্লাহ এবং জেডএআর ট্রেডের মো. জাহিদুল হাসান।