জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনই গণভোট সম্ভব

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনই গণভোট সম্ভব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে পারে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই। সনদে কী থাকবে, তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই রায়ই চূড়ান্ত হবে এবং আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে।

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ফাইনাল স্টেজে পৌঁছেছে। মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সব পক্ষ একমত হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি করা যেতে পারে। নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলো দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, ১০৬ অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি থেকে বিএনপি সরে এসেছে। এখন জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে অধ্যাদেশ জারি এবং তারপরে গণভোটের জন্য প্রস্তুত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email