ফটিকছড়ি মক্তবে চলে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

ফটিকছড়ি মক্তবে চলে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

মক্তবের মেঝেতে বসে অধ্যায়ন করছেন কোমলমতি ছাত্র-ছাত্রীরা। শ্রেণীকক্ষ সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মক্তবের মেঝেতে চলে শ্রেণী কার্যক্রম। শিক্ষার্থীদের মেঝেতে বসে পড়াশোনা করা কষ্টকর হলেও বিকল্প উপায় না থাকায় বাধ্য হয়ে মক্তবে পাঠদান অব্যাহত রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের রোসাংগিরী আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনে ফাটল সৃষ্টি হলে তা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর জরুরী ভিত্তিতে ভবনটি ভেঙে ফেলা হয়। হালদা নদীর তীরবর্তী এ বিদ্যালয়ে ১৯৯৩ সালের দিকে নির্মিত ভবনের পিলার সহ বিভিন্ন অংশে বড় আকারের ফাটল দেখা দিলে শিক্ষার্থীসহ সবার মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে উপজেলা প্রশাসন ভবনটি দ্রুত অপসারণ করে। ভবন অপসারণ করার পর নতুন সংকটে পড়ে বিদ্যালয়টি। অন্য ভবনে মাত্র দুটি শ্রেণীকক্ষে দৈনন্দিন দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদান করানো হচ্ছে। দুইটি শ্রেণীকক্ষ এবং একটি মক্তবে সকালে পাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং মধ্যাহ্ন বিরতির পর তৃতীয়, চর্তুথ ও পঞ্চম শ্রেণীর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কক্ষে শ্রেণী, সেই কক্ষের এককোণে শিক্ষক-শিক্ষিকাদের ছোট পরিসরের অফিস। এতে করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধরে রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুচ্ছাফা বলেন, ৯৩ সালে নির্মিত স্কুল ভবনটির বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হওয়ায় অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদেন মাঝে ঝুঁকির আতঙ্ক ছিল। ভবনটি ভেঙে ফেলার পর আমাদের নতুন সমস্যা শ্রেণীকক্ষ সংকট। ৯ জন শিক্ষকের ২৭০ শিক্ষার্থীর এ বিদ্যালয়ে দ্রুত নতুন ভবন নির্মাণের জোর দাবী জানাচ্ছি।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিন বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার পর শ্রেণী কার্যক্রমে ব্যবহৃত চেয়ার, টেবিল, বেঞ্চসহ প্রয়োজনীয় আসবাবপত্র গুলো এখন বৃষ্টিতে ভিজে রোদে শোকাচ্ছে। ফলে প্রয়োজনীয় জিনিসগুলো নষ্ট হচ্ছে। নতুন ভবন অতিব জরুরি।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। আপাতত শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণে দুই লক্ষ টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয়েছে ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email