নির্ভুল পরীক্ষা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত

নির্ভুল পরীক্ষা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ফুড ল্যাবরেটরিটি পরিদর্শন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে নগরীর মুরাদপুরের বিবিরহাট এলাকায় অবস্থিত এই ফুড ল্যাব পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে মেয়র ল্যাবের কার্যক্রম, যন্ত্রপাতির কার্যক্ষমতা, স্যাম্পল সংরক্ষণ ও পরীক্ষার প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। তিনি ল্যাব কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিভাগের কার্যক্রম, মেশিন ব্যবহারের অবস্থা, সংরক্ষণ ব্যবস্থাপনা ও বিদ্যুৎ বিলসহ অন্যান্য পরিচালনাগত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, এই ল্যাবের মাধ্যমে চট্টগ্রাম নগরবাসীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও এর পূর্ণ সক্ষমতায় ব্যবহার এখনো নিশ্চিত করা যায়নি। ফরমালিনসহ ক্ষতিকর উপাদান শনাক্তে এই ল্যাবে নিয়মিত পরীক্ষা চালু রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফুড ল্যাব যদি সঠিকভাবে পরিচালিত হয়, তবে এটি রাজস্ব আয়ের একটি বড় উৎসে পরিণত হবে। মাসিক অন্তত এক কোটি টাকা আয় সম্ভব। এজন্য ল্যাবের সরঞ্জামগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

ল্যাবের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মেয়র নির্দেশ দেন, যন্ত্রপাতি ও কেমিক্যাল ব্যবহারের মেয়াদ যাচাই করতে হবে এবং পুরনো বা মেয়াদোত্তীর্ণ উপকরণ দ্রুত অপসারণ করতে হবে। তিনি ল্যাবের পূর্ণাঙ্গ তালিকা ও ইনভেন্টরি হালনাগাদ রাখার নির্দেশও দেন।

মেয়র আরও জানান, খুব শিগগিরই ফুড ল্যাবটিকে ঢেলে সাজিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং খাদ্য পরীক্ষার জন্য উন্মুক্ত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, সিনিয়র সহকারী সচিব মো. জিল্লুর রহমান, প্রকৌশলী সাফকাত আমিন, শাহিন এসকান্দর মির্জা প্রমুখ।
সকালে যুবদল এর উদ্যোগে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের লজিস্টিক সহযোগিতা এবং
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেল এর ব্যক্তিগত অর্থনে খাল খনন কর্মসূচি।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু বক্কর, সহ সভাপতি ইয়াকুব আলী সিফাত, সহ সভাপতি গাজী শওকত,সহ সভাপতি নজরুল ইসলাম, মহানগর যুবদল নেতা মোঃ জাবেদ, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email