কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে

কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শক্তির প্রধান উৎস মেধা এবং প্রতিবাদ। আমরা বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দিই। তবে কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে।

মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের নীতি হচ্ছে ‌‘সবার আগে বাংলাদেশ’। এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে। দেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এর ফলে এই জাতি কোনো দিন ভুল পথে পরিচালিত হবে না।

‘সবার আগে বাংলাদেশ’ নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। 

তিনি বলেন, এই নীতি প্রতিষ্ঠা হবে যদি আমাদের সব ছাত্রবন্ধু, যুবসমাজ তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই, জ্ঞানে-গরিমায় সমৃদ্ধ হই। যদি আমরা মেধাবী প্রতিভাবানদের নেতৃত্বে নিয়ে আসি, তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে। আসুন, আমরা বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দিই।

আমরা সব সময় মনে করি শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিবাদ। কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে। 

সালাহউদ্দিন বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email