সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকা পড়লেন উপদেষ্টা নিজেই

সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকা পড়লেন উপদেষ্টা নিজেই

ঢাকা–সিলেট চার লেন মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে আসেন সরকারের তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে যানজটে আটকা পড়ায় তিনি নিজেই দুর্ভোগের মুখোমুখি হন।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোড পরিদর্শনের জন্য রওনা দেন।

যানজটে আটকা পরে কিছু পথ পায়ে হেঁটে এবং এক পর্যায়ে মোটরসাইকেলে প্রায় তিন ঘণ্টার পর পরিদর্শন স্থলে পৌঁছান উপদেষ্টা।

পরিদর্শনকালে তিনি সড়কের খানাখন্দ, খোঁড়াখুঁড়ি ও ধুলাবালির কারণে দীর্ঘ যানজট এবং সাধারণ মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করেন।

উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং চার লেন প্রকল্প দ্রুত শেষ করার ব্যবস্থা নিতে।

মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সড়কের ট্রাফিক ব্যবস্থা খুবই খারাপ। মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং সাধারণ মানুষের চলাচল সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দ্রুত কাজ শেষ হলে চলাচল স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email