নির্বাচন স্বচ্ছ হওয়ার প্রত্যাশা জানিয়েছে ইইউ-আমীর খসরু

নির্বাচন স্বচ্ছ হওয়ার প্রত্যাশা জানিয়েছে ইইউ-আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কী হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। তবে ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষক পাঠাবে আগামী নির্বাচনে। নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন ইইউ প্রতিনিধি।

বুধবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকের সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সকালে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন-দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সাক্ষাৎকালে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভবিষ্যৎ নির্বাচনী পরিবেশ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email