
আনোয়ারায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিবি)-২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকালে আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ কাউছার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবরাজ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নুর বেগম, আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. সরোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপক ত্রিপুরা বলেন,টাইফয়েডে এখনও অনেক শিশুর মৃত্যু হয়,এটা আমাদের জন্য দুঃখজনক। সরকার ডায়রিয়া, রাতকানার মতো রোগ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। আশা করি এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হব।
প্রথম দিনে আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। ধাপে ধাপে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।