চবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

চবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষা চবি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে বি1, বি2 এবং ডি1 উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চবি কেন্দ্রে হবে। পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ইউনিটের পরীক্ষা ২ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিটের ১০ জানুয়ারি, বি1 উপ-ইউনিটের ৫ জানুয়ারি, বি2 উপ-ইউনিটের ৬ জানুয়ারি, ডি1 উপ-ইউনিটের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী এবং সব অনুষদের ডিনরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email