এবার শীতে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা

এবার শীতে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা

বর্ষা বিদায় হয়ে দেশে প্রবেশ করতে যাচ্ছে শীত। চলতি বছরের দীর্ঘ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) আর কয়েকদিনের মধ্যেই বিদায় নিতে পারে। এর মধ্য দিয়ে শীত ধীরে ধীরে এগিয়ে আসবে।

অক্টোবরের শুরুতেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আগামী তিন মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এ সময় সারাদেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরণের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে, তবে তা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া নভেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর বর্ষা দীর্ঘস্থায়ী হয়েছে। তবে বর্ষার দীর্ঘ সময়ের পর এবার শীতের প্রভাব কিছুটা তীব্র হতে পারে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email