চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনকে স্থায়ী বহিষ্কার

চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনকে স্থায়ী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে চবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে আজীবনের জন্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দায়িত্বে অবহেলার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃত মামুনের সঙ্গে আর কোনো সাংগঠনিক সম্পর্ক রাখা যাবে না।

তবে চবি ছাত্রদলের কিছু সূত্র জানায়, মামুন দীর্ঘদিন ধরে ছিলেন দলের নির্যাতিত ও ত্যাগী নেতা। জুলাই অভ্যুত্থানের সময়ও তিনি সম্মুখ সারিতে লড়াই করেছেন।

সাম্প্রতিক চাকসু নির্বাচনে প্যানেল গঠনের সময় ত্যাগী ও মাঠপর্যায়ের কিছু কর্মীর উপেক্ষা করা হলে মামুন কিছু স্বতন্ত্র প্রার্থীর পাশে দাঁড়ান। এই কারণে শেষ পর্যন্ত তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।

একজন নাম প্রকাশ না করা ব্যক্তি বলেন, মামুন ভাই চবি ছাত্রদলের সবচেয়ে ত্যাগী নেতা। নিজের জীবন ঝুঁকিতে রেখে দলকে টিকিয়ে রেখেছিলেন। জুলাইয়ে অনেকেই সম্মুখ সারিতে থাকতে পারেননি। তিনি স্বতন্ত্র প্রার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, তার জন্যই আজ বহিষ্কার করা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ১১ আগস্ট কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চবি শাখা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email