আনোয়ারায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

আনোয়ারায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রহস্যজনকভাবে আবদুল্লাহ আল হারুন (৪৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। যদিও পরিবারের দাবি গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছেন।  তবে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিয়ে সন্দেহ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার ( ১৫ অক্টোবর) উপজেলার চাতরী ইউনিয়নের নিজ বাড়ীতে সকালে এই ঘটনা ঘটে। নিহত হারুন চাতরী চৌমুহনী এলাকার বাসিন্দা। এদিকে তার মরদেহ উদ্ধার করার পর তার মৃত্যু নিয়ে এলাকায় ধোঁয়াশা দেখা দিয়েছে।

জানা যায়, মৃত আব্দুল্লাহ আল হারুণ কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি আনোয়ারা বরুমছড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে সহকারী কর্মকর্তা হিসেবে কর্তরত ছিলেন।

এদিকে তার মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চাইলেও কেউ এবিষয়ে কথা বলেনি। গত এক বছর আগে তার ভাইয়ের মৃত্যু হয়। পরিবারে তার স্ত্রী রয়েছে। এছাড়াও এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, তিনি পরিবারিক নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। পারিবারিক সমস্যা দীর্ঘদিনের। বিষয়টি তদন্ত করলে প্রকৃত বিষয় বেরিয়ে আসবে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দুপুর বারোটার সময় মৃত অবস্থায়  একজনকে হাসাপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের কথা অসংলগ্ন মনে হয়েছে আমাদের। মৃতের গলায় আমরা দাগ দেখতে পাই। কেউ বলতেছে ঘুমান্ত অবস্থায় মৃত্যু হয়েছে। কেউ বলতেছে জানালায় দাড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। পরে আমাদের সন্দেহ হওয়ায় পুলিশ কে জানায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, হারুন নামের একজনর মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায়। মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। লাশের পোস্টমর্টেম করা হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email