
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগায় ঢাকাগামী ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করবে।
শনিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। এর ফলে ঢাকাগামী ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১৩টি ইউনিট যাচ্ছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরের দায়িত্বরতরাও কাজ করছে।