কুমিল্লায় দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান

কুমিল্লায় দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন— জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে (২০ অক্টোবর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলমুড়ি (খোশাল হাজী বাড়ি) এলাকায় জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের সার্বিক খোঁজ-খবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উদবাতুল বারী আবু কুমিল্লা মহানগর বিএ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email