‘হয় চুক্তি নয়তো ১৫৫ শতাংশ শুল্ক’, চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের

‘হয় চুক্তি নয়তো ১৫৫ শতাংশ শুল্ক’, চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ন্যায্যতা চায় হোয়াইট হাউস। তবে চীন যদি আলোচনায় না আসে, তাহলে দেশটির পণ্যের ওপর ১৫৫ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ অক্টোবর) ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা চীনের সঙ্গে একটি সুষ্ঠু চুক্তি চাই। প্রেসিডেন্ট শি জিনপিং সহযোগিতা করলে ভালো, না করলে শুল্ক বসবে।’

এর আগে আগস্টে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে সর্বোচ্চ ১৪৫% শুল্ক আরোপ করেছিল। পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫% পর্যন্ত শুল্ক বসায়। পরে উভয় দেশ ৯০ দিনের জন্য এই বাড়তি শুল্ক স্থগিত রাখে, যার মেয়াদ শেষ হবে নভেম্বরে।

বিশ্লেষকদের ধারণা, অক্টোবরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, যেখানে বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্য আনাই ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এবার সেই প্রতিশ্রুতি রূপ দিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে হোয়াইট হাউস।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email