
নৈতিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ইসলামি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে ইসলামি শিক্ষার চর্চা ও মূল্যবোধভিত্তিক জীবনধারা গড়ে তুলতে হবে। ইসলাম শুধু ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষকে সত্য, ন্যায়, দয়া ও মানবিকতার পথে পরিচালিত করে।”
সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে শাহ ওয়ালিউল্লাহ আইডিয়াল মাদরাসা এন্ড গ্রামার স্কুল আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মেয়র আরও বলেন, “আমরা যদি ইসলামি শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে শিক্ষা ব্যবস্থার মূল ধারায় অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমাদের সন্তানরা শুধু ভালো শিক্ষার্থীই নয়, আদর্শ নাগরিক হিসেবেও গড়ে উঠবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলামি শিক্ষার যথাযথ অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিশু বয়সেই ধর্মীয় শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকে যদি তারা কোরআন-হাদিসের আলোকে জীবনযাপনের শিক্ষা পায়, তাহলে ভবিষ্যতে তারা সৎ, পরিশ্রমী ও মানবিক নাগরিক হিসেবে বেড়ে উঠবে। পারিবারিক ও প্রাতিষ্ঠানিকভাবে ধর্মীয় শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, কারণ এখান থেকেই শুরু হয় নৈতিকতার চর্চা ও সঠিক মূল্যবোধের বিকাশ।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির আমির মাওলানা মুহাম্মদ সরওয়ার কামাল আজিজী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ ওয়ালিউল্লাহ আইডিয়াল মাদরাসা এন্ড গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুর রহমান চৌধুরী ও জিয়াউল হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







