ফেসবুকে গৃহবধূর সঙ্গে যুবকের প্রেম, বাসা থেকে ডেকে নিয়ে প্রেমিককে হত্যা স্বামীর!

ফেসবুকে গৃহবধূর সঙ্গে যুবকের প্রেম, বাসা থেকে ডেকে নিয়ে প্রেমিককে হত্যা স্বামীর!

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।

তিনি বলেন, হাসিবুল ইসলাম নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টেুরেন্টে চাকরি করতো। চার-পাঁচ মাস আগে খায়রুন নাহার প্রকাশ তানহা নামে এক নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। তাদের প্রেমের বিষয়টি তানহার স্বামী জাহেদুল ইসলাম জানতে পারেন। এরপর থেকে জাহেদ হাসিবকে বিভিন্ন মোবাইলে হুমকি ধমকি দিতে থাকে।

তিনি আরও বলেন, গত সোমবার দুপুর সোয়া ১২টায় জাহেদ তাকে চা খাওয়ার কথা বলে কৌশলে বাসার বাইরে ডেকে নেয়। পরে দুপুর ১টা ২০ মিনিটে সঙ্গীত আবাসিক এলাকায় রাস্তার উপর কথা কাটাকাটি শুরু হয় তাদের মধ্যে। একপর্যায়ে জাহেদ হাসিবকে বুকে ও পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ইমরান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দিবাগত রাত আড়াইটায় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকা থেকে আসামি জাহেদকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email