বাংলাদেশ ইসলামী যুবসেনার নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ ইসলামী যুবসেনার নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ ইসলামী যুবসেনার নবনির্বাচিত ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ৬৫ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদ ( ২০২৫-২০২৭ সেশন) গত ৭ নভেম্বর ২০২৫ ইংরেজি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম. এ. মতিন ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ কর্তৃক অনুমোদিত হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি অধ্যক্ষ ডা. এস এম সরোয়ার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু নাসের মুহাম্মদ মূসা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক কে.এম. মোবারক হোসাইন বিগত ১১ অক্টোবর ২০২৫ ইংরেজি সারাদেশ থেকে আগত ডেলিগেটদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শীর্ষ নেতৃত্ব অভিনন্দন জানিয়ে বলেন, ইসলামী যুবসেনা হচ্ছে আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি যুব সংগঠন, যারা জাতির সংকটে সঠিক দিকনির্দেশনা দেবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, যুবসমাজ জাতির প্রাণশক্তি। ইসলামী আদর্শে গড়ে ওঠা এই তরুণদেরই হবে আগামী দিনের দেশ ও সমাজ পুনর্গঠনের অগ্রদূত। আমরা প্রত্যাশা করি, নবনির্বাচিত নেতৃত্ব দায়িত্বশীলতা, নিষ্ঠা ও ত্যাগের মনোভাব নিয়ে সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। মহাসচিব তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী যুবসেনা আমাদের আদর্শিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। নবনির্বাচিত কমিটি যেন সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, আদর্শচর্চা ও সমাজসেবামূলক কর্মকা-ে অগ্রণী ভূমিকা রাখে এটাই আমাদের প্রত্যাশা।” উক্ত কমিটিতে মুহাম্মদ ই্ব্রাহিম খলিল, মুহাম্মদ এমরানুল ইসলাম, আজিম উদ্দিন আহমেদ, মুহাম্মদ মাসউদ হোসাইন, মাওলানা জাহাঙ্গীর আলম, মুহাম্মদ বদরুল হুদা তারেক সহ-সভাপতি, জি,এম, শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ মাসুদ আলম পটোয়ারী, এড.আবুল কালাম আযাদ, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ বজলুর রশিদ সোহেল, মুহাম্মদ আব্দুল হাই সহ- সাধারণ সম্পাদক, এইচ,এম, শহিদুল্লাহ, কাউছার আহমেদ রুবেল, মুহাম্মদ ইশতিয়াক রেজা, সৈয়দ মুহাম্মদ খোবাইব, মুহাম্মদ শাফায়াত উল্লাহ,মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী সহ-সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ ফয়সাল করিম চৌধুরি ও মুহাম্মদ আব্দুর রাসুল সহ-অর্থ সম্পাদক, মুহাম্মদ আব্দুল হান্নান দপ্তর সম্পাদক, সৈয়দ মুহাম্মদ তাওসিফুল হুদা রাকিব সহ-দপ্তর সম্পাদক, সাইফুদ্দিন আহমদ প্রচার সম্পাদক, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ-প্রচার সম্পাদক, হাফেজ আলামুল হুদা জুনায়েদ প্রকাশনা সম্পাদক, মুহাম্মদ ওহিদুল আলম সহ-প্রকাশনা সম্পাদক, মুহাম্মদ আব্দুল হাকিম পরিকল্পনা সম্পাদক, মুহাম্মদ আলী আকবর আন্তর্জাতিক সম্পাদক, আহমদ রেজা সবুজ তথ্য ও গবেষণা সম্পাদক, মুহাম্মদ নুরে রহমান রণি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, মুহাম্মদ আলমগীর শিল্প বাণিজ্য ও কৃষি সম্পাদক, মুহাম্মদ মুনসুর আলী শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, এড. মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী আইন বিষয়ক সম্পাদক, মুহাম্মদ ওমর ফারুক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক, হাফেজ রবিউল হাসান দাওয়া ও সাংস্কৃতি সম্পাদক, মুহাম্মদ ইকবাল হোসেন শাহা বাবুল সমাজ কল্যাণ সম্পাদক, ডা: মুহাম্মদ শাহা আলম স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক, মুহাম্মদ শাহ আলম মানবাধিকার সম্পাদক, মুহাম্মদ আব্দুল্লাহ আল বাকী বন ও পরিবেশ সম্পাদক, মুহাম্মদ মিজানুর রহমান যুব কল্যাণ সম্পাদক, মুহাম্মদ মুখলেছুর রহমান, মুহাম্মদ মুশাহিদ আলী, মুহাম্মদ আব্দুর রহমান বাবর, মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ মুনির হোসেন, মুহাম্মদ আমির হোসেন লিটু, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ মুনির উদ্দিন, মুহাম্মদ মাসুম বিল্লাহ খাকসার ও কাজি মুহাম্মদ কামাল হোসেনকে সদস্য করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email