মীর হেলালের পক্ষে এডভোকেট আয়েশা আক্তার সানজির গণসংযোগ

মীর হেলালের পক্ষে এডভোকেট আয়েশা আক্তার সানজির গণসংযোগ

চট্টগ্রাম-০৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে চট্টগ্রাম-০৫ আসনের অধিনস্থ নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় বিশাল গণসংযোগ ও প্রচারণা করেন রাষ্ট্রের আইন কর্মকর্তা, সহকারী পাবলিক প্রসিকিউটর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম, এবং চট্টগ্রাম মহানগর মহিলা দলের দপ্তর সম্পাদক এডভোকেট আয়েশা আক্তার সানজি ও ছাত্রদল নেতা মনির হোসাইন আবির। গণসংযোগ চলাকালে ধানের শীষের জন্য মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা এবং আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। যেখানে মানুষ চায় একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। দীর্ঘ ১৭ বছর যে অধিকার থেকে মানুষ লাঞ্চিত ও বঞ্চিত হয়েছে, বিনা কারণে জেল জুলুমের শিকার হতে হয়েছে। সে কারণেই মানুষ তাদের ভোটের মাধ্যমে ন্যায্য অধিকার ফিরে পেতে চায়, প্রতিটি মানুষের একটাই আকাক্সক্ষা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার গঠন করা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৫ সংসদীয় আসন অধীনস্ত বিভিন্ন থানা ওয়ার্ড, কলেজ বিশ্ববিদ্যালয় আওতাভুক্ত ছাত্রদল নেতা রবিউল হোসেন সুমন, জাহিদুল ইসলাম বাবু, তাহের মাহমুদ, শাহরিয়ার নাজিম মারুফ, জাহিদ হাসান, সজীব হোসেন অনিক, রাকিব হোসেন, আকাশ, মাহবুব, সাকিব,শাহনেওয়াজ বাবু, শাকিল, রিয়াদুল হোসেন রিয়াদ, সৌরভ, বাপ্পি, নায়েম, ওমরগনি এমইএস কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা উজ্জল চক্রবর্তী, সাদমান আব্দুল্লাহ, নূর হোসেন মেহরাজ এবং ছাত্রদল নেত্রী মরিয়ম সারাহ, জান্নাতুল ফেরদাউস, লাভলী আক্তার, শাহানাজ আক্তার সৃতি, মেহজাবিন নূর মাহের, উম্মে আয়মন নাজিফা, জিতু, রাকিব, নয়ন, নায়িম, সাকিব, রিশাত, তরিকুল হোসেন, প্রমুখ।।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email