স‌ঠিক সম‌য়ে নির্বাচন না হ‌লে গণতন্ত্রিক অগ্রযাত্রা ব‌্যাহত হ‌বে-বক্কর

স‌ঠিক সম‌য়ে নির্বাচন না হ‌লে গণতন্ত্রিক অগ্রযাত্রা ব‌্যাহত হ‌বে-বক্কর

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান এক‌টি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দে‌খে‌ছেন। সে স্বপ্ন বাস্তবায়‌নে ধা‌নের শী‌ষকে বিজয় কর‌তে হ‌বে। এক‌টি মহল দেশ ও নির্বাচন নি‌য়ে গভীর ষড়য‌ন্ত্রে লিপ্ত র‌য়ে‌ছে। ফেব্রুয়ারীর নির্বাচনকে বানচাল করতে এবং জনম‌নে ভয় ধরাতে তারা সন্ত্রা‌সের পথ বে‌ছে নি‌য়ে‌ছে। তারা জিয়া পরিবারকে নিয়ে চক্রান্ত করছে। তাই তাদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রতি‌টি দেশ‌প্রেমিক নাগ‌রিক‌কে সজাগ থাক‌তে হ‌বে। স‌ঠিক সম‌য়ে নির্বাচন না হ‌লে গণতন্ত্রিক অগ্রযাত্রা ব‌্যাহত হ‌বে। তিনি সকল ষড়যন্ত্র মোকা‌বেলা ক‌রে ঐক‌্যবদ্ধ থে‌কে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মুখ্য ভূমিকা পালন করার আহবান জানান।

তিনি শনিবার (৮ ন‌ভেম্বর) বিকেলে নগরীর ‌গোল পাহাড় মোড়ে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে বাগমনিরাম ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গনসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর আমীর বাগ আবাসিক এলাকার সামনে থে‌কে শুরু করে গোল পাহাড় মোড়, প্রবর্তক মোড় হ‌য়ে চট্টগ্রাম মেডিকেল এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফ‌লেট বিতরন করেন।

তি‌নি ব‌লেন, বিগত ফ‌্যা‌সিষ্ট হা‌সিনার দুঃশাস‌নে বিএন‌পির প্রতি‌টি নেতাকর্মী‌ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কিন্তু গনতন্ত্র ও ভো‌টের অ‌ধিকার প্রতিষ্টার আ‌ন্দোলন থে‌কে পিছপা হয়‌নি। আগামী‌তেও কোনো চক্রান্ত করে বিএন‌পির অগ্রযাত্রা‌কে থামাতে পার‌বেনা। বিএন‌পির ৩১ দফা কর্মসূ‌চি বৈষম‌্যহীন আগামীর বাংলা‌দেশ গড়ার অ‌ঙ্গিকার। বিএন‌পি ক্ষমতায় গে‌লে এক কোটি বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থানের শপথ নিয়েছেন। বিএনপি এদেশের মানুষের জন‌্য কর্মসংস্থান করবে, বেকারত্ব দূর কর‌বে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহেদ বক্স, মো. শাহ আলম, শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, সহ প্রশিক্ষণ সম্পাদক শফিক আহমেদ, সদস্য রফিক সরদার বাবলু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী আবু ফ‌য়েজ, সিনিয়র সহ সভাপতি আবুল বশর, বিএন‌পি নেতা মো. মুসা, যুবদল নেতা জামাল সদ্দার, মো. শাহজাহান, ওবায়দুল হক, শামসুদ্দোহা, মো. ইদ্রিস, আব্দুস সাত্তার, আবুল হোসেন সাজ্জাদ, রমা, নাসির উদ্দীন, মো. আব্বাস, মহানগর তাঁতি দলের যুগ্ম আহবায়ক মো. মামুন, সাইদুল ইসলাম, মো. রিপন, মিঠু দাস, মো. ইব্রাহিম প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email