রাজধানীর সাইন্সল্যাবে বাসে আগুন

রাজধানীর সাইন্সল্যাবে বাসে আগুন

রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল, তা জানা যায়নি।

খন্দকার রাশেদুজ্জামান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সাইন্সল্যাবের মিরপুর রোডে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন জ্বলতে দেখি। পুরো বাসে দাউদাউ করে আগুন জ্বলছিল। ভেতরে কেউ ছিল কিনা জানি না।

এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email