দুই দিনে ৯ গাড়িতে আগুন, ৫৫২ গ্রেপ্তার

দুই দিনে ৯ গাড়িতে আগুন, ৫৫২ গ্রেপ্তার

গত কয়েক দিনে রাজধানীতে ৯টি বাসে আগুন ও ১৭টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আছে পুলিশ। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

সাজ্জাত আলী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে ১৭টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। গত দুই দিনে ৯টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫৫২ জন।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে অপকর্মের জন্য এসেছে। অর্থের বিনিময়ে এসব অপরাধে যুক্ত হচ্ছে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘জনগণ পাশে থাকায় যে কোনো নাশকতার পরিকল্পনা সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে ডিএমপির। ১৩ নভেম্বর হাইকোর্ট এলাকাসহ ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email