বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির মুখপাত্র ঐশির পদত্যাগ

বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির মুখপাত্র ঐশির পদত্যাগ

জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগ করেছেন। নিজের ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এ এম জেড শাহরিয়ার জুইন।

তিনি বলেন, ঐশী জামান শুক্রবার ফেসবুকে পদত্যাগের একটি পোস্ট দিয়েছেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র এখনো পাইনি।

ফেসবুক পোস্টে দেওয়া পদত্যাগপত্রে ঐশী জামান লিখেছেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।

ঐশী জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যস্ততার কারণে লিখিতপত্র জমা দেওয়া হয়নি। তবে দ্রুতই জমা দিব।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email