
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয়। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
এ সময় উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদ কিছু করতে পারবে না, নাগরিক নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না।’
পুরোনো রাজনীতি ঠিক থালে জুলাই আন্দোলন হতো না উল্লেখ করে তিনি বলেন, ‘পুরোনোকে নিয়ম ভাবলে হবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন সম্ভব নয়।’
মানুষ নয় নিয়ম বদলাতে হবে জানিয়ে রিজওয়ানা বলেন, ‘নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসবে। আমারা সেই নিয়মগুলো ঠিক করতে চেষ্টা করে যাচ্ছি।’
নদীকে দূষণ থেকে রক্ষা করতে দ্রুত ঘোষণা আসবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘দূষণের একটি জায়গা নিয়ে কাজ করলে হবে না, হতে হবে কম্প্রিহেনসিভ।’







