দুনিয়ার কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয় : সালাহউদ্দিন

দুনিয়ার কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয় : সালাহউদ্দিন

দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেফতার করা যায় না, ইমাম-খতিবরাতো দূরকিবাত। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল।

এসময় তিনি সবাইকে নিয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করে বলেন, দেশের নবযাত্রা শুরু হয়েছে।

সালাহউদ্দিন বলেন, দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেয়া হয়। রাজনৈতিক চর্চার অনেক জায়গা রয়েছে। ইমামদের যেন আমরা বিতর্কের উর্ধ্বে রাখি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email