শহীদ জিয়ার দেখানো পথেই রাস্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে- মীর হেলাল

শহীদ জিয়ার দেখানো পথেই রাস্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে- মীর হেলাল

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া জাতিকে নেতৃত্ব দিয়ে যে পথ দেখিয়েছে সেই পথেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। শহীদ জিয়াই বাংলাদেশের সাধারণ মানুষের আত্মপরিচয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থনৈতিক মুক্তি অর্জনে কৃষি ও শিল্প বিপ্লব, বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতির ভিত্তিতে সার্ক প্রতিষ্ঠা, ওআইসিকে শক্তশালী করে ভিত্তির ওপর দাঁড় করানো সহ জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, এখনো বাংলাদেশের অর্থনীতি যে তিনটি ভিত্তির উপর দাঁডিয়ে আছে তার সবকটিই শহীদ জিয়ার প্রবর্তিত। কৃষি বিপ্লব, তৈরি পোশাক খাত এবং রেমিট্যান্স খাতের উন্নয়নই ভিশনারী নেতৃত্বের উদাহরণ বলে মীর হেলাল উল্লেখ করেন।

ব্যারিস্টার মীর হেলাল আজ রবিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স অডিটোরিয়ামে এক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবার এই সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে ও
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ জাহিদুর রহমান চৌধুরী,র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সেমিনার উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর মোঃ মহিউদ্দিন, , প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া, চাকসুর এ জি এস আইয়ুবুর রহমান তৌফিক, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন,চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,
চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন, চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, প্রফেসর এজিএম নিয়াজউদ্দীন, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম এ সবুর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন অনুষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাফরুল্লাহ, জিইন তথ্য বিভাগের চেয়ারম্যান ড.প্রফেসর আল ফোরকান, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান সহ শিক্ষক বুদ্ধিজিবী ও স্হানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email