বেগম খালেদা জিয়ার সুস্থায় পশ্চিম গুজরায় বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থায় পশ্চিম গুজরায় বিএনপির দোয়া মাহফিল

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এই কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। সেই সাথে বাদ আছর বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে সকল মুসল্লি মহান আল্লাহর দরবারে একত্রিত হয়ে তার আরোগ্য কামনা করেন।

বক্তাগণ বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের জন্য তাঁর অবদান অনন্য।আমরা রাউজানবাসী হিসেবে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আয়োজন করেছি। আমরা সব সময় তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।
পশ্চিম গুজরার জমিদার পাড়া জামে মসজিদে খতিব মাওলানা হারুনুর রশিদ ছাহেব দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করেন।
জমিদার পাড়া জামে মসজিদে চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী সরোয়ার খান মনজু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির আলী, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি নেতা আলহাজ্ব নুরুল হক সওদাগর, মোহাম্মদ লোকমান হোসেন মেম্বার, আতিকুল্লাহ, হামিদুর রশীদ, সৈয়দ নুর, সৈয়দ নুরুল আকতার, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ সালাউদ্দিন বাপ্পী, মোহাম্মদ নুরুন নবী, লোকমান হোসেন, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, ওসমান চৌধুরী, নেজাম উদ্দিন, হোসেন সওদাগর, মোহাম্মদ ফারুক, মাহববুল আলম।
আরো উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন রুবেল, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো: নেজামুল হক, মোহাম্মদ শরীফ, সুজা উদ্দীন, মোহাম্মদ পারভেজ, ছাত্রদলনেতা মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ সাইমন, ফয়সাল, ওয়াহিদ, নেজাম, পারভেজ, মোঃ রেজা, মোঃ জসিম, মো. আবদুল মালেক, মোঃ সোহেল, নুরুল আমিন, মোঃ সোলেমান, মোঃ জালাল, মোঃ হারুন, মোহাম্মদ রফিক, মোঃ মজিবুল হক, মোহাম্মদ দিদারুল আলম, মোঃ শাহাবুদ্দিন, মোহাম্মদ আজিজুল হক, ইলিয়াস প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email