SMCH Summit 2025 : চট্টগ্রামে প্রথম দেশি–আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ৪ ডিসেম্বর

SMCH Summit 2025 : চট্টগ্রামে প্রথম দেশি–আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ৪ ডিসেম্বর

চিকিৎসা বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য রোগ নিরাময়; তবে একজন চিকিৎসকের মানবিক আচরণ—একটি আশ্বস্ত করা হাসি বা রোগীর কাঁধে ভরসার হাত—অনেক ক্ষেত্রেই চিকিৎসার কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে তোলে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোবটিক সার্জারি, টেলিমেডিসিন ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের পাশাপাশি মানবিকতার এই মূল্যবোধ ধরে রাখতেই “স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে “SMCH Summit 2025”। আগামী ৪ ডিসেম্বর ২০২৫, সাউদার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে এই প্রথম দেশি–আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।

মনোরম পাহাড়ঘেরা পরিবেশে অবস্থিত সাউদার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

SMCH Summit 2025 : চট্টগ্রামে প্রথম দেশি–আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ৪ ডিসেম্বর

দেশি–বিদেশি মোট ৪৫২ জন চিকিৎসক ও গবেষক এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। উপস্থাপন করা হবে ৬৩টি বৈজ্ঞানিক গবেষণা পত্র, যার মধ্যে ইন্দোনেশিয়া, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আগত চারজন আন্তর্জাতিক গবেষক তাঁদের গবেষণা নিবন্ধ উপস্থাপন করবেন। গবেষণার বিষয়বস্তু হিসেবে থাকছে স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল কারিকুলাম, অ্যাক্রেডিটেশন, আইটি, মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু স্বাস্থ্য, লিভার, হৃদরোগ, চক্ষু, গণস্বাস্থ্য, বার্ধক্যজনিত রোগ, মাইক্রোবায়োলজি ও মৌলিক চিকিৎসা বিজ্ঞানসহ সাম্প্রতিক নানা চিকিৎসাবিষয়ক অগ্রগতি এবং মানবিক ও নৈতিক দৃষ্টিভঙ্গির সমন্বয়।

সম্মেলনের বক্তাদের তালিকায় রয়েছে দেশের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ও গবেষকরা—অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অধ্যাপক এম এ ফয়েজ, অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. সায়েবা আখতার, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ, অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা, অধ্যাপক ডা. রোবেদ আমীন, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষসহ আরও অনেকে।

SMCH Summit 2025 : চট্টগ্রামে প্রথম দেশি–আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ৪ ডিসেম্বর
oplus_0

সম্মেলনের অন্যতম আকর্ষণ “Next Generation Innovators”—সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাইন্টিফিক উদ্ভাবন প্রদর্শনী। মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা উপস্থাপন করবে তিনটি উল্লেখযোগ্য উদ্ভাবন:
Gluco-Patch, যা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আগেই পূর্বাভাস দিয়ে স্বয়ংক্রিয়ভাবে মাইক্রো-ডোজ গ্লুকোজ প্রদান করতে সক্ষম;
সাশ্রয়ী থ্যালাসেমিয়া স্ক্রিনিং কিট, যা গ্রামীণ অঞ্চলেও সহজে ব্যবহারযোগ্য;
এবং মৃগিরোগের সতর্কীকরণ ওয়্যারেবল ডিভাইস, যা শব্দ, আলো, তাপমাত্রার মাত্রা বেড়ে গেলে আগেই রোগী ও পরিচর্যাকারীকে সতর্কবার্তা পাঠাবে।

সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে অর্গানাইজিং কমিটি, পৃষ্ঠপোষক কমিটি, উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ আনুষ্ঠানিকভাবে লোগো, থিম ও ব্যানার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করা হয়। মোড়ক উন্মোচন করেন সাউদার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. আব্দুস সালাম। থিম উপস্থাপন করেন অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, এমডি জনাব জাফরুল ইসলাম চৌধুরী, বিএমডিসি সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, সিএমইউ বেসিক ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, চমেকের মেডিসিন বিভাগের অধ্যাপক এ এস এম জাহেদ, অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, ডা. মিনহাজুল আলমসহ কর্তৃপক্ষ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

“স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন” প্রতিপাদ্য ধারণ করে সম্মেলনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন উদ্বোধন করেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাফরুল ইসলাম চৌধুরী। সম্মেলন সফল করতে সাউদার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. আব্দুস সালাম, এমডি জাফরুল ইসলাম চৌধুরী, অর্গানাইজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা. জয়ব্রত দাশ এবং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম সংশ্লিষ্ট সকল বিভাগ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন এবং সবাইকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email