বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক মাস্টার ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক মাস্টার ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ড্রাইভিং স্কুলের মাধ্যমে বাধ্যতামূলক ৬০ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ নিশ্চিতকরণের জন্য বিআরটিএ, সদর কার্যালয় কর্তৃক নির্বাচিত ১১১ জন মাস্টার ইন্সট্রাক্টরদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ১৯ জন মাস্টার ইন্সট্রাক্টর-কে দেশের অন্যান্য বিভাগের মতো অদ্য ৩০-১১-২০২৫খ্রি. রবিবার সকাল ১০.০০টায় বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক বিআরটিসি বাস ডিপো চট্টগ্রামের প্রশিক্ষণ কক্ষে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক মাস্টার ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), চট্টগ্রাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন, পরিচালক (এনফোর্সমেন্ট), বিআরটিএ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. মাসুদ আলম, পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন—সড়কে মানুষের প্রাণহানি রোধে পেশাদার প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। নতুন লাইসেন্স আবেদনকারীদের দক্ষতা বৃদ্ধি করলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। আধুনিক ট্রাফিক ব্যবস্থা, সঠিক ড্রাইভিং সংস্কৃতি এবং প্রশিক্ষিত চালক তৈরি করতে এ সার্টিফিকেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email