চবি ক্যাম্পাসে মদ কারখানা ও বন্যপ্রাণী শিকারের আলামত উদ্ধার

চবি ক্যাম্পাসে মদ কারখানা ও বন্যপ্রাণী শিকারের আলামত উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্রীনহাউস সংলগ্ন কুটির বাড়ি থেকে ৩০ লিটার সদ্য তৈরি মদ ও বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

আটককৃত ব্যক্তি সুমন চাকমা। বিশ্ববিদ্যালয়ের বখতিয়ার ফকিরস্থ জমিতে প্রায় ১৫ বছর ধরে বসবাস ও চাষাবাদ করে আসা সুমন দীর্ঘদিন ধরে মদ তৈরি করতেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়মিত তার কাছ থেকে মদ কিনে আসত বলে জানা গেছে।

পুলিশ ও প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, সুমন চাকমা দেশীয় অস্ত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে বন্য শুকর, হরিণ, বন্য মুরগিসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করতেন এবং সেগুলোর মাংস বিক্রি করতেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “জীববিজ্ঞান অনুষদ এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের ঘন ঘন আনাগোনা এবং কিছু শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিরাপত্তা কর্মীদের সন্দেহ জাগায়। পরে রাত ১২টার পর প্রক্টর স্যার, নিরাপত্তা সুপারভাইজার নুরুদ্দীন ভাইসহ ৭-৮ সদস্যের একটি টিম ওই কুটির বাড়িতে অভিযান চালায়।”

অভিযানে ঘরের পেছনে গড়ে তোলা মদের কারখানা থেকে প্রায় ৩০ লিটার মদ, ডেলিভারির জন্য প্রস্তুত একাধিক বোতল এবং একটি নোটবুক জব্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল সহায়তা করে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। সুমন চাকমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী হত্যাসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email